NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ইউরো ২০২৪: টুর্নামেন্ট শুরুর আগে যা জানা দরকার


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ১০:৪৫ পিএম

ইউরো ২০২৪: টুর্নামেন্ট শুরুর আগে যা জানা দরকার

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবার আসর কড়া নাড়ছে দরজায়। শুক্রবার রাতে পর্দা উঠছে ইউরোর। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। ২৪ দলের টুর্নামেন্ট শুরুর আগে যে বিষয়গুলো জেনে রাখতে পারেন আপনি...

কারা স্বাগতিক?

 

এবার ইউরোর স্বাগতিক জার্মানি। এখানে প্রথমবার ১৯৮৮ সালে মাঠে গড়িয়েছিল এই টুর্নামেন্ট, স্বাগতিকদের হারিয়ে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। ঘরের মাঠে এর আগে ১৯৭৪ ও ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছিল জার্মানি। প্রথমটিতে সেমিফাইনালে খেলেছিল তারা, দ্বিতীয়টিতে ফাইনাল।

গত বছরের শেষদিক অবধি তাদের নিয়ে আশা ছিল না খুব একটা। জার্মানির প্রথম কোচ হিসেবে বরখাস্ত হয়েছিলেন হ্যান্সি ফ্লিক। তবে হুলিয়ান নাগালসমেন দায়িত্ব নিয়ে আবারও আশা জাগিয়েছেন তাদের। স্বাগতিক হিসেবে ইউরোর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

 

কীভাবে ঠিক করা হলো ২৪ দল?

স্বাগতিক হিসেবে বাছাই পর্ব খেলতে হয়নি জার্মানিকে। বাকি ২৩ দলের ২০টি বাছাই পর্বে নিজেদের অবস্থান থেকে ও তিন দল পরে প্লে অফ খেলে জায়গা করে নিয়েছে। এবারই প্রথমবারের মতো ইউরো খেলবে জর্জিয়া।

কে কোন গ্রুপে?

 

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

বিজ্ঞাপন

গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন

গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

বিজ্ঞাপন

কখন শুরু হবে, কবে শেষ?

শুক্রবার রাতে শুরু হচ্ছে ইউরো। ১৪ থেকে ২৬ জুন অবধি হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ২৯ থেকে ২ জুলাই অবধি হবে রাউন্ড অব সিক্সটিনের খেলা। ৫ ও ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ৯ ও ১০ জুলাই হবে সেমিফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ১৪ জুলাই।

ফরম্যাট কেমন?

 

২৪টি দলকে ভাগ করা হয়েছে ছয়টি গ্রুপে। প্রতি গ্রুপে থাকা চার দলের মধ্যে শীর্ষে থাকা দুটি দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। এর সঙ্গে তিন নম্বরে থাকা ছয় দলের মধ্যে এগিয়ে থাকা চারটি খেলবে এই পর্বে। শেষ ষোলো থেকে সেরা আট, এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

কারা ফেভারিট?

স্বাগতিক জার্মানি তো বটেই। নাগালসম্যানের অধীনে নিজেদের ফিরে পেয়েছে তারা। এর সঙ্গে ইংল্যান্ড অনেক বছর ধরেই শিরোপার খুঁজে আছে দারুণ এক স্কোয়াড নিয়ে। বড় ফেভারিটদের তালিকায় নিশ্চিতভাবেই থাকবে গত বিশ্বকাপের ফাইনালে খেলা ফ্রান্স। এর সঙ্গে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি, স্পেন ও পর্তুগালও থাকবে দৌড়ে।

 

কোথায় হবে ম্যাচগুলো?

১০টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। এর মধ্যে ৯টিতেই ২০০৬ সালের বিশ্বকাপ হয়েছে। বার্লিন, কোলোজনে, ডর্টমুন্ড, ডোসেলডুর্ফ, ফ্রাঙ্কফুর্ট, গেলেসনকিরহেন, হামবার্গ, লাইপজিগ, স্টুটগার্ড ও মিউনিখের মতো শহরে হবে ম্যাচগুলো।

প্রাইজমানি কত?

২৪ দলকে ৩৩১ মিলিয়ন ইউরো প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরো। এর মধ্যে চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ ২৮ মিলিয়ন ইউরো পাবে কোনো দল।

কোথায় দেখা যাবে?

 

উপমহাদেশে খেলাগুলো দেখা যাবে সনিতে। এর সঙ্গে বাংলাদেশে টি-স্পোর্টস দেখাবে ইউরো, খেলা দেখা যাবে তাদের অ্যাপ ও ওয়েবসাইটেও। বাংলাদেশের দর্শকদের জন্য বেশ সুবিধাজনক সময়েই হবে খেলাগুলো। সন্ধ্যা সাতটা, রাত দশটা ও রাত একটায় হবে ম্যাচ।