NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ১০:৩৩ পিএম

নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত

নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন সংগঠন বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র কমিটি গঠিত হয়েছে। গত ৯ জুন রোববার সন্ধ্যায় কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল) এবং সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক বাহুবল প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান সফিক উদ্দিন চৌধুরী। এসময় গঠনতন্ত্র প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যসহ বাহুবলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ সালের জন্য নয়া কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল), সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আকঞ্জী, সহ-সভাপতি এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জুবেদ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ মোহিত, সাংগঠনিক সম্পাদক জামাল আকঞ্জী, প্রচার সম্পাদক মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক মো. নাসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কৌশীষ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রুনু বেগম এবং কার্যকরী সদস্য শাহ মো. আব্দাল, দেওয়ান মোতাচ্ছির মনজু, এম আহমেদ ফয়সল, প্রফেসর আব্দুল মালেক চৌধুরী, ব্যারিস্টার মিজানুর রহমান, লিপি বেগম, আজহার চৌধুরী ও মো. শাহীন মিয়া।
ফয়সল আহমদ ও আহমেদ হুসেন মকছুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফিক উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহ মো. আব্দাল, এনাম চৌধুরী, দেওয়ান মোতাচ্ছির মনজু, কাওসার আহমেদ, আমিরুল ইসলাম খান, ব্যারিস্টার মিজানুর রহমান, মোহাম্মদ নাসিম, বশির মিয়া প্রমুখ।
নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মকছুদ নতুন ইমিগ্র্যান্ডদের সহায়তাসহ প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপযোগি কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্রক্ত করেন।
বক্তারা নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এ সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সংগঠন সূত্র জানায়, সম্প্রতি বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক নামে এ নতুন সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ৯ জুনের সাধারণ সভায় গঠন করা হল নয়া কমিটি।