লক্ষ্য ছিল বিশ্বকাপ বাছাইপর্বটা ইতিবাচকভাবে শেষ করার। কিন্তু হয়েছে উল্টো। কাতারে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের হতাশার এক হার সঙ্গী হয়েছে হাভিয়ের কাবরেরার দলের।
বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের প্রাপ্তি তাই সামান্যই।
খবর প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৫:৫৮ পিএম
লক্ষ্য ছিল বিশ্বকাপ বাছাইপর্বটা ইতিবাচকভাবে শেষ করার। কিন্তু হয়েছে উল্টো। কাতারে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের হতাশার এক হার সঙ্গী হয়েছে হাভিয়ের কাবরেরার দলের।
বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের প্রাপ্তি তাই সামান্যই।
বিরতির পর শাকিলকে উঠিয়ে ও মাঝমাঠে মজিবুর রহমানকে নামিয়ে কাবরেরা ৪-৪-২ এ ফিরেছেন। কিন্তু সেই বদলেও যেন আবার মানিয়ে নিতে ভুল করলেন ফুটবলটা।