দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের আগ্রাসন থেকে ইউরোপকে মুক্ত করতে উত্তর ফ্রান্সে মিত্র বাহিনীর প্রথম ঐতিহাসিক অভিযান ডি-ডে হিসেবে পরিচিত। দিবসটির ৮০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফ্রান্স সফর করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এ সময় দিবসটির স্মরণে ঐক্যের ডাক দেন তিনি। এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই অভিযানে নিহত মিত্র বাহিনীর সেনা এবং ফরাসি বেসামরিক নাগরিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।