NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ওয়ার্নার-স্টয়নিস জুটিতে অস্ট্রেলিয়ার পুঁজি ১৬৪


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৪, ০৩:৩৩ পিএম

ওয়ার্নার-স্টয়নিস জুটিতে অস্ট্রেলিয়ার পুঁজি ১৬৪

ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের ১০২ রানের জুটিতে ওমানকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের ১৪ ওভারে অস্ট্রেলিয়ার ছিল ৩ উইকেটে ৮০ রান। শেষ ৬ ওভারে অজিরা তোলে ৮৪ রান। এতে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪ রান।


বৃহস্পতিবার (৬ জুন) ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে অজিরা।  ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই পড়ে যায় অস্ট্রেলিয়া। ৫০ রানে তিন উইকেট হারায় তারা।
শুরুটা হয় ট্রাভিস হেডকে দিয়ে। বিলাল খানের বলে মিড অফে ক্যাচ দেওয়ার আগে ১০ বলে ১২ রান করেন তিনি। বাকি দুটি উইকেট নেন আগের ম্যাচে ওমানের নায়ক মেহরান খান। ২১ বলে ১৪ রান করা অধিনায়ক মিচেল মার্শ এরপর প্রথম বলেই শূণ্য রানে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকে।
  

 

তবে এরপরই ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সঙ্গে একশ ছাড়ানো জুটি গড়েন মার্কোস স্টয়নিস। ১৯তম ওভারে গিয়ে এই জুটি ভাঙেন কলিমউল্লাহ। ৫১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করা ওয়ার্নার ক্যাচ দেন তার বলে।  ২ চার ও ৬ ছক্কার ইনিংসে ৩৫ বলে ৬৬ রান করে অপরাজিত থাকে স্টয়নিস।