NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ৯, ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরে ৯০ ফ্লাইট বাতিল আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাচ্ছেন আশিক চৌধুরী ও শফিকুল আলম ‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক সিঙ্গাপুর থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১১০৪ কোটি ভারত-পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে-পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ আপনারা লিখতে থাকেন, আমাদের কিছু যায় আসে না : নাদিয়া
Logo
logo

লক্ষীপুরে চাঁদার দাবিতে বসত ঘরে হামলা, নারী ও শিশুসহ আহত-৪


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

লক্ষীপুরে চাঁদার দাবিতে বসত ঘরে হামলা, নারী ও শিশুসহ আহত-৪

 

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদার দাবিতে বসত করে হামলা চালিয়ে দরজা জানালা রান্নাঘর ও গরু ঘর ভাঙচুর করে। এই সময়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের এক রুমে আটকে রেখে কুক্ষিগত করে আলমারি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

সদরের চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে নিজামের কাছে একই এলাকার আব্দুল মতিনের ছেলে মাসুদ এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে মাসুদ তার সঙ্গীয় ক্যাডার আরজু(৩৮),মৃত সুলতান আহমেদের ছেলে জহির(৪২) ও তাজুল ইসলাম(৪৮),বাহারের ছেলে কাউসার(২৫) ও আখতার হোসেন(২০) সঙ্ঘবদ্ধ হয়ে শুক্রবার দুপুরে অতর্কিত হামলা চালায়। এ সময় মাসুদ ইট পাটকেল মেরে জানালার গ্লাস, শোকেসের গ্লাস সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। নিজাম (৪৫),নিজামের স্ত্রী ইয়াসমিন বেগম (৪০),মেয়ে শান্তা আক্তার(২০) ও দুই বছরের দুধের শিশু আয়ানকে পিটিয়ে রুমে আটকে রেখে চাবি নিয়ে আলমারি থেকে নগদ এক লাখ ৪৭ হাজার টাকা, আট আনা ওজনের সোনার হার, ৬ আনা ওজনের সোনার কানের দুল ও ৩ ভরি ওজনের সোনার নেক্লেস নিয়ে যায় বলে নিজাম ও তার স্ত্রী কন্যা অভিযোগ করেন। এ সময় দুর্বৃত্তরা রান্নাঘর ও গরু ঘর ভেঙেচুরে নিয়ে যায়।

 

জানা গেছে, মাসুদ একাধিক মামলার আসামি। সে চররুহিতা ইউনিয়নে ক্যাডার বাহিনী পুষে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পূর্বের অন্যান্য মামলার নং সিআরজেড ৯৪৯/২০ বাদী বিলকিস বেগম। সিআর ১০৩৮ বাদী মুস্তাফিজুর রহমান আবু, সিআর ১৫/২১ বাদী মোস্তাফিজুর রহমান আবু, সিআর ৭৩০/২২ বাদী আব্দুল মতিন, সিআর ১০৪২/২১.

 

জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে সদর থানা পুলিশ পরিদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা করায়। যার রেজিস্ট্রেশন নং ৫৭২৩/১১. ৫৭১৫/১৩. ৫৭১৪/১২. ৫৭১৬/১৪.

 

অভিযুক্ত মাসুদের বক্তব্য নেয়ার জন্য তার ঘরে গেলে ঘরের দরজায় তালা ঝুলতে দেখা। এতে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

উপসহকারী পুলিশ পরিদর্শক মোমিন এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

 

এদিকে নিজাম ও তার স্ত্রী সন্তান আতঙ্কে রয়েছে বলে তারা জানিয়েছেন। যে কোনো সময় মাসুদ তার সঙ্গীও ক্যাডার নিয়ে এসে হামলা চালাতে পারে বলেও জানান নিজাম। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।