সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভাইয়া জি’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউডের আইকনিক অভিনেতা মনোজ বাজপাই। তার ভাইয়া জি। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি তবে সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটির প্রচারে কোনো কমতি রাখেননি মনোজ বাজপাই।
খবর প্রকাশিত: ০১ জুন, ২০২৪, ০৭:১২ এএম
সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ভাইয়া জি’ নিয়ে বেশ আলোচনায় রয়েছেন বলিউডের আইকনিক অভিনেতা মনোজ বাজপাই। তার ভাইয়া জি। যদিও বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি তবে সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। সিনেমাটির প্রচারে কোনো কমতি রাখেননি মনোজ বাজপাই।
সম্প্রতি সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে গিয়ে মনোজ জানিয়েছেন, শাহরুখ খানের সঙ্গে প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছেন।
সাক্ষাৎকারে মনোজ বলছেন, ‘থিয়েটার গ্রুপে কেউ একা ধূমপান করেন না। কেউ গোটা একটা সিগারেট একা শেষ করতে পারেন না। কারণ আর্থিক ভাবে সেই ক্ষমতাই থাকে না। তাই ধূমপান করার সময় একসঙ্গে চার-পাঁচ জন থাকতেন।’
অভিনেতা বলেন, ‘কখনও টাকা থাকলে এক প্যাকেট বা একটা সিগারেট যদিও বা কিনতাম, তা একা শেষ করা হত না।
মুম্বাই যাওয়ার আগে কয়েক মাসই এই নাট্যদলে ছিলেন শাহরুখ। কিন্তু শেখর কাপুরের ‘ব্যান্ডিট কুইন’-এ কাজ করার পরেই দিল্লি ছেড়ে মুম্বাই পাড়ি দেন মনোজ বাজপাই। শাহরুখের নিজের গন্তব্যের পেছনে ছোটেন। এরপরের গল্প সবারই জানা। আজ দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত দুই তারকা। সেই সঙ্গে দুজনের বন্ধুত্বও অটুট রয়েছে। প্রায়ই একে অন্যকে নিয়ে করা সম্মানসূচক মন্তব্যেই যার প্রমাণ মেলে।