NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

কোপায় মেসিদের জন্য নতুন কার্ড!


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৪, ০১:২৩ এএম

কোপায় মেসিদের জন্য নতুন কার্ড!

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে শতবর্ষী কোপা আমেরিকার আসর। সেখানেই চালু হচ্ছে লাল ও হলুদের পাশাপাশি গোলাপি কার্ড। আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম নতুন রঙের কার্ড দেখতে চলছে ফুটবলপ্রেমিরা। এই নতুন কার্ডের অনুমোদনও দিয়েছে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা (আইএফএবি)।

 

ফুটবলে শাস্তি দেওয়ার  ক্ষেত্রে সাধারণত হলুদ এবং লাল কার্ড দেখানো হয়। এক্ষেত্রে গোলাপি কার্ডের সাহায্যে কোনো খেলোয়াড়কে শাস্তি দেওয়া হচ্ছে না। গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণে। যদি খেলার মাঝে কোনো ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি।

যদি কনকাশন সাব হিসাবে কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন।

 

ফুটবলের নিয়ম অনুযায়ী এখন যেকোনো দল পাঁচ জন করে ফুটবলার পরিবর্তন করতে পারে। কিন্তু কোনও দল গোলাপি কার্ডের মাধ্যমে কনকাশন হওয়া বা মাথায় চোট পাওয়া ফুটবলার তুলে নিলে, এটি সেই পাঁচ জনের মধ্যে ধরা হবে না।

ফলে মোট ছয়জন ফুটবলার পরিবর্তন করতে পারবে সেই দল। যে মুহূর্তে রেফারি কোনো দলের খেলোয়াড়কে গোলাপি কার্ড দেখাবেন, তখন বিপক্ষ দলও পাঁচ জনের বাইরে অতিরিক্ত একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে। তবে সেটা কনকাশন পরিবর্ত নয়। সাধারণ ফুটবলারকেও পরিবর্তন করা যাবে। দুইদলের মধ্যে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত।