NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

প্রয়াত মান্নার সুরে কথা বললেন জিৎ


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৪, ০৪:৫০ পিএম

প্রয়াত মান্নার সুরে কথা বললেন জিৎ

নায়ক মান্নাকে বলা হয় গণমানুষের নায়ক। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেতা। তারপর অভিনয় করেছেন অসংখ্যা ব্যবসা সফল চলচ্চিত্রে। এ কারণে সব ধরণের দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে। তার মৃত্যুতে বোঝা যায় তার জনপ্রিয়তা।

 

মৃত্যুর কিছুদিন পরে তার একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে তিনি বলেছিলেন,‘ পৃথিবীর কোনও জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই।

এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।
’অপি করিমের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে মান্না বন্ধুত্ব নিয়ে বলেন, ‘ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই। আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা। কারণ, এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন।’

 

এবার তার বলা কথাটিই যেন ফিরে এলো পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেতা জিৎ এর মুখে।

 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্নার সুরেই জিৎ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে।’

মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা ‘বুমেরাং’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিৎকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী। এরপরই ঢালিউড সুপারস্টারের সুরে কথাগুলো বলেন টলিউড সুপারস্টার।