নায়ক মান্নাকে বলা হয় গণমানুষের নায়ক। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেতা। তারপর অভিনয় করেছেন অসংখ্যা ব্যবসা সফল চলচ্চিত্রে। এ কারণে সব ধরণের দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।
খবর প্রকাশিত: ২৬ মে, ২০২৪, ০৪:৫০ পিএম
নায়ক মান্নাকে বলা হয় গণমানুষের নায়ক। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেতা। তারপর অভিনয় করেছেন অসংখ্যা ব্যবসা সফল চলচ্চিত্রে। এ কারণে সব ধরণের দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেতা।
মৃত্যুর কিছুদিন পরে তার একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়। সেখানে তিনি বলেছিলেন,‘ পৃথিবীর কোনও জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই।
এবার তার বলা কথাটিই যেন ফিরে এলো পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেতা জিৎ এর মুখে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্নার সুরেই জিৎ বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে।’
মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা ‘বুমেরাং’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিৎকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী। এরপরই ঢালিউড সুপারস্টারের সুরে কথাগুলো বলেন টলিউড সুপারস্টার।