NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৪, ১০:৫৪ এএম

শেষ মুহূর্তে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার আজই ছিল শেষ দিন। অবশেষে একেবারে শেষ মুহুূর্তে এসে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপে।

আজ শুক্রবার যুক্তরাজ্য সময় বিকেলে বিশ্বকাপের দল চূড়ান্ত করে করে পাকিস্তান। টানা দুই ঘণ্টার সভা শেষে দল ঘোষণা করে পিসিবির নির্বাচক কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আফজাল, গ্যারি কারস্টেন, মোহাম্মদ ইউসুফ, ওহাব রিয়াজ।

 

নির্বাচিত ১৫ জন খেলোয়াড়ের মধ্যে আবরার আহমেদ, আজম খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, সাইম আইয়ুব এবং উসমান খানের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে।

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম সর্বশেষ ২০১৬ এবং২০২১ সালের আসরে উপস্থিত ছিলেন। বাকি ৮ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া ২০২২ সালের আসরে দলে ছিলেন।

 

বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, আজম খান, শাদাব খান, ফখর জামান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।