NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

‘ভুলভুলাইয়া-৩’র শুটিং সমাপ্তির আগেই মুক্তির তারিখ ঘোষণা


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০২:১৩ পিএম

‘ভুলভুলাইয়া-৩’র শুটিং সমাপ্তির আগেই মুক্তির তারিখ ঘোষণা

শিগগিরই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’। এ সিনেমার প্রচার-প্রচারণায় এখন বেজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার। এটি প্রকাশ্যে আসার পরপরই দর্শকমহলের মন জয় করে নিয়েছেন তিনি।

এর মাঝেই আরেকটি সুখবর জানা গেছে। আসছে অক্টোবর মাসেই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ানের আরেকটি দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ভুলভুলাইয়া-৩’। অন্যদিকে কার্তিক আরিয়ান এবং তার সঙ্গে পুরো টিম সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত।

 

একটি সূত্রে জানা গেছে, যে এ সিনেমার শুটিং খুব শিগগিরই সম্পন্ন হবে। নির্মাতা অনীশ বাজমি এবং ভূষণ কুমারের কাছ থেকে এবারের দীপাবলীতে একটা বড় উপহার পাচ্ছেন দর্শকরা। এখন চলছে সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং।

 

আগামী ৭-১০ দিনের মধ্যেই এ শুটিং শেষ হবে। আর এ সিনেমা শুটিংয়ের পাশাপাশি পুরোদমে ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার প্রচারেও ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান। তবে দুটি কাজ একসঙ্গে শেষ করতে গিয়ে সিনেমার শুটিং সময়মতো সম্পন্ন করতে কোনো অবহেলা করবেন না তিনি।

চলতি বছর ৯ মার্চ থেকে শুরু হয়েছিল কার্তিক আরিয়ানসহ অন্যান্যদের সঙ্গে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার শুটিং। পরিকল্পনা মতো চলছে এর শুটিং। তবে নির্মাতা এবং পরিচালকরা ‘ভুলভুলাইয়া-৩’র শুটিং জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করতে চাইছেন।

চলতি মাসের ১৫ তারিখ প্রকাশিত হয়েছিল কার্তিক আরিয়ান অভিনীত ‘চন্দু চ্যাম্পিয়ন’ সিনেমার ফার্স্ট লুক। এতেই বাজিমাত কার্তিকের। ঘামে ভেজা পেশিবহুল শরীরে মাঠে দৌড়াচ্ছেন কার্তিক। সেই সিনেমায় পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

আগামী ১৪ জুন মুক্তি পাবে এ সিনেমা। ভারতের ফ্রি-স্টাইল সুইমিংয়ে প্যারা অলিম্পিকে স্বর্ণপদকপ্রাপ্ত মুরলিকান্ত পেটকরের জীবন অবলম্বনে এ সিনেমা তৈরি হয়েছে।