NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ভর্তিচ্ছুদের সেবায় পিছিয়ে নেই ঢাবি ছাত্রলীগ নারী নেতাকর্মীরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৫০ এএম

>
ভর্তিচ্ছুদের সেবায় পিছিয়ে নেই ঢাবি ছাত্রলীগ নারী নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানা সেবা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেতাকর্মীরাও।

শনিবার (৪ জুন) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিভিন্ন পয়েন্টে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা, জয় বাংলা বাইক সার্ভিস, অভিভাবক ছাউনির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন এবং মাস্ক, কলম ও পানি সরবরাহ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এসব সেবায় নিয়জিত ছিলেন ঢাবি ছাত্রলীগের বিভিন্ন হলের নারী নেতাকর্মীরাও। কার্জন হলে সুফিয়া কামাল হল ছাত্রলীগ, অপরাজেয় বাংলার পাদদেশে শামসুন নাহার হল ছাত্রলীগ, বঙ্গমাতা হলের সামনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ, সমাজকল্যাণ অনুষদে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে দেখা যায়।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ঢাকা পোস্টকে বলেন, ২০২১-২০২২ সেশনের ‘খ ইউনিটের’ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে গতকালের (শুক্রবার) মতো আজও বঙ্গমাতা হল ছাত্রলীগ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনায় তথ্য সহায়তা দিতে পাশে রয়েছে। আমরা সমাজকল্যাণ ইন্সটিটিউটের সামনের ডেস্কে বসে এ সহায়তা প্রদান করছি। আমরা শিক্ষার্থীদের কলম, বিশুদ্ধ খাবার পানি ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেখভাল করছি। অভিভাবকদের সার্বিক সহায়তায়ও আমরা পাশে আছি। সামনের পরীক্ষার দিনগুলোতে আমরা এ সেবা দিয়ে যাব।