NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

এবার মুকুট ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী স্টেফানি


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১০:১৯ এএম

এবার মুকুট ফিরিয়ে দিলেন মার্কিন সুন্দরী স্টেফানি

কিছুদিন আগেই ‘মিস ইউএসএ’-এর খেতাব ফিরিয়ে দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন মার্কিন সুন্দরী নোয়েলিয়া ভয়েট। মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ দেখিয়ে বর্তমান মিস ইউএসএ খেতাব ফিরিয়ে দিয়েছেন এই মার্কিন সুন্দরী। তারপরেই মিস ‘টিন ইউএসএ’-এর খেতাব ফিরিয়ে দিয়ে ফের আলোচনার জন্ম দেন উমাসোফিয়া শ্রীবাস্তব। এবার তাদের পথ ধরেই ‘মিস টিন ইউএসএ’-এর রানারআপের মুকুট ফিরিয়ে দিলেন আরেক সুন্দরী স্টেফানি স্কিনার।

 

জানা যাচ্ছে, ‘মিস টিন ইউএসএ’ রানার-আপ স্টেফানি স্কিনার ক্রমাগত ব্যঙ্গের শিকার হয়েছেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়লা রোজের কাছে। আর তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এই সুন্দরী।

পিপল ডটকমকে স্টেফানি স্কিনার বলেন, ‘সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটিই সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে।

আমি ১২ বছর বয়স থেকে এই টাইটেল পাওয়ার জন্য খেটেছি। জন্মদিন, বিভিন্ন ইভেন্ট এমনকি হাই স্কুলের প্রশিক্ষণও ত্যাগ করেছি। সমগ্র জীবন উৎসর্গ করেছি।’

 

1
স্টেফানি স্কিনার

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি মিস টিন ইউএসএ ২০২৩ এর শিরোনাম প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছি।

এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না একেবারেই। কিন্তু আমি আমার স্বপ্নের  প্রতি সম্মানের আশা করি। কারণ এই টাইটেল আমি কখনোই আমাকে জোর করে দিতে বলিনি। ভবিষ্যতে আমি থাইল্যান্ডে একটি বিশ্বব্যাপী গবেষণাগারে নিজের ভবিষ্যত্‍ গড়ার সুযোগ পেয়েছি, এর জন্য গোটা গ্রীষ্মকাল আমাকে বিদেশে থাকতে হবে।’ 

 

উমা ও নোয়েলিয়ার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও, আমি সঠিক কারণ জানি না কেন নোয়েলিয়া এবং উমা তাদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি তাদের অফুরন্ত ভালবাসা এবং সমর্থন পাঠাচ্ছি।

আমি এটা জানি আমার মূল মূল্যবোধ হল সততা, সম্মান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি সবসময় নারীর পাশে দাঁড়াবো।’