NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:০৬ পিএম

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

ধারাবাহিক নাটক প্রচারে বরাবরই মুনশিয়ানা দেখিয়েছে দীপ্ত টিভি। বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করার পাশাপাশি দেশি নাটকও প্রচার করছে চ্যানেলটি। তারকানির্ভর না হয়ে গল্প ও মজবুত নির্মাণের ওপর ভর দিয়ে বেশ কিছু সফল ধারাবাহিক উপহার দিয়েছেন তারা। এই ধারাবাহিকতায় এবার আসছে নতুন নাটক ‘দেনা পাওনা’। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির।

এ উপলক্ষে সোমবার (১৩ মে) সন্ধ্যায় দীপ্ত টিভির প্রাঙ্গণে হয়ে গেল নতুন ধারাবাহিক ‌দেনা পাওনার সূচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব প্রোগ্রাম এজাজ উদ্দিন শান্ত, অভিনেতা-নাট্যকার মোহাম্মদ বারী, পরিচালক গোলাম মুক্তাদির, নাটকটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

 

জানা গেছে, এ নাটকে পারমিতা চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী কারকুন। আরও অভিনয় করতে দেখা যাবে তনয় বিশ্বাস ও কাজী কানিজকে।

 

গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত টগবগে তরুণ ইরফান। অন্যদিকে, শিক্ষিত, মার্জিত, ঝলমলে তরুণী পারমিতা। দুজনেই চায়, তাদের নিখাদ প্রেম আনুষ্ঠানিক পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসাথে থাকার স্বপ্ন দেখে তারা। কিন্তু দুই পরিবারের আর্থ-সামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাধা ডিঙিয়ে ইরফান কি পারবে যোগ্য নারীকে যথার্থ মর্যাদা দিতে? পরিবার, প্রেম, আত্মসম্মান—এই সবকিছুর মোকাবিলা করতে গিয়ে কোন লড়াইয়ে নামতে হয় পারমিতাকে? আধুনিক সময়ে কোন ছদ্মরূপে বারবার ফিরে আসে যৌতুকপ্রথা?

একঝাঁক নতুন মুখের ‘দেনা পাওনা’

এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আসছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‌দেনা পাওনা। আগামী শনিবার (১৮ মে) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে এটি। এ ছাড়াও চ্যানেলটির ইউটিউব ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে নাটকটি।

 

 

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেনের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। রয়েছেন একঝাঁক মেধাবী নতুন মুখ, তারা হলেন শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রোডিউসার হিসেবে রয়েছেন লুৎফুন নাহার মৌসুমী।