NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বাংলাদেশ দূতাবাস, সিউল ও কোরিয়া হেরাল্ড-এর যৌথ উদ্যোগে সিউলে গ্লোবাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০২:১৮ এএম

বাংলাদেশ দূতাবাস, সিউল ও কোরিয়া হেরাল্ড-এর যৌথ উদ্যোগে সিউলে গ্লোবাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত

বাংলাদেশ দূতাবাস, সিউল ও দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় সংবাদপত্র কোরিয়া হেরাল্ড-এর যৌথ উদ্যোগে গত ২০ জুলাই ২০২২ তারিখে সিউলের গ্র্যান্ড হায়াত হোটেলে গ্লোবাল বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয় উক্ত ফোরামে বিভিন্ন কোরিয়ান কোম্পানীর প্রায় ১২০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন এছাড়া দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের সদস্যবৃন্দ, উত্তর গিয়ংসাং প্রভিন্সের গভর্ণর এবং কোরিয়ার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত ফোরামে অংশগ্রহণ করেন কোরিয়ান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে দূতাবাস উক্ত ফোরামের আয়োজন করে 

 

ফোরামে হেরাল্ড কর্পোরেশনের চেয়ারম্যান Chung Won-ju এবং কোরিয়া হেরাল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা Choi Jin-young তাঁদের বক্তব্যে ভবিষ্যতেও এরূপ অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ দূতাবাস, সিউল-এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উপস্থিত কোরিয়ান অতিথিদের নিকট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাম্প্রতিক চিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন যা গত পাঁচ দশকে আকারে ও ব্যাপ্তিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন যে, এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি বাংলাদেশের অমিত অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহের উপর আলোকপাত করেন যেখানে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই লাভবান হতে পারে।

কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা (KOTRA)-এর বর্তমান মহাপরিচালক ও ঢাকায় অবস্থিত KOTRA-অফিসের সাবেক মহাপরিচালক Kim Jong-won ফোরামে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের গতিধারা এবং ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণ সম্পর্কে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন তিনি অভিমত ব্যক্ত করেন যে,  বাংলাদেশের চলমান ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও নীতি, প্রতিযোগিতামূলক শ্রম ব্যয় প্রভৃতি বিবেচনায় বাংলাদেশ কোরিয়ান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের আকর্ষনীয় গন্তব্যস্থল হতে পারে তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি কোরিয়ান বিখ্যাত কোম্পানীসমূহ যথা-স্যামসাং হুন্দাই বাংলাদেশের স্থানীয় কোম্পানীসমূহের সাথে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ইতোমধ্যে বিনিয়োগ কার্যক্রম শুরু করেছে তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের জন্য প্রদত্ত আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে কোরিয়ান বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ প্রদান করেন

ফোরামে বাংলাদেশ ও এর অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে উপস্থিত কোরিয়ান ব্যবসায়ীদের ধারনা দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয় এছাড়া অতিথিদেরকে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কিত ব্রোশিয়ার ও উপহার সামগ্রী (সবুজ চা) প্রদান করা হয়সাংস্কৃতিক পর্বে কোরিয়ান শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা বাংলাদেশের লোকগান ও নৃত্য পরিবেশন করেন। অতিথিদেরকে বাংলাদেশী ঐতিহ্যবাহী মিষ্টান্ন পরিবেশন করা হয়