NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা উন্নত করতে হবে:বেইজিংয়ে ৩য় বিশ্ব মিডিয়া উদ্ভাবন


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ এএম

বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা উন্নত করতে হবে:বেইজিংয়ে ৩য় বিশ্ব মিডিয়া উদ্ভাবন

 

 

তৃতীয় বিশ্ব মিডিয়া উদ্ভাবন ফোরাম ২৯ এপ্রিল বেইজিংয়ে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও প্রচার বিভাগের প্রধান লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
ফোরামে অংশগ্রহণকারীরা মনে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন এবং সংশ্লিষ্ট নিয়মনীতি প্রণয়ন ও বৈশ্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কঠোর ও দায়িত্বশীল অবস্থানে অবিচল থাকতে, ন্যায্য ও সত্য তথ্য প্রকাশ করতে, এবং মানবজাতির কল্যাণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। 

তাঁরা বলেন, মিডিয়ার বুদ্ধিমান উন্নয়নের গতি ত্বরান্বিত করতে, উদ্ভাবনী মিডিয়া সংশ্লিষ্ট পণ্য ও পরিষেবা উদ্ভাবন করতে, এবং তথ্য প্রকাশের মান উন্নত করতে হবে। 
এছাড়া, সার্বিকভাবে মিডিয়াকে সেতুর ভূমিকা পালন করে, বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা উন্নত করতে হবে।
উল্লেখ্য, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবারের ফোরাম আয়োজন করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া, দেশী ও বিদেশী থিঙ্কট্যাংক এবং আন্তঃদেশীয় প্রতিষ্ঠানগুলোর ২ শতাধিক প্রতিনিধি এবারের ফোরামে অংশগ্রহণ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।