তীব্র দাবদাহে পুড়তে থাকা বন্দরনগরী চট্টগ্রামে গতকাল রাতে থেকে মেঘের আনাগোনা ছিল। সকালেও সেই ধারাবাহিকতা ছিল। তবে তীর্থের কাক হয়ে যাওয়া বৃষ্টির যেন তবু দেখা মিলে না। অবশেষে সকাল নয়টার দিকে পরম কাঙ্খিত সেই বৃষ্টি নামে।
খবর প্রকাশিত: ০৩ মে, ২০২৪, ০২:১৩ এএম
তীব্র দাবদাহে পুড়তে থাকা বন্দরনগরী চট্টগ্রামে গতকাল রাতে থেকে মেঘের আনাগোনা ছিল। সকালেও সেই ধারাবাহিকতা ছিল। তবে তীর্থের কাক হয়ে যাওয়া বৃষ্টির যেন তবু দেখা মিলে না। অবশেষে সকাল নয়টার দিকে পরম কাঙ্খিত সেই বৃষ্টি নামে।
তাতে আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগের দিন পূর্ব নির্ধারিত সূচি ১০টার পর মাঠে আসে বাংলাদেশ দল। এমনিতে ঐচ্ছিক অনুশীলন সূচি। বেশিরভাগ ক্রিকেটারই তাই মাঠমুখো হননি। জাকের আলি অনিক-মাহমুদউল্লাহ রিয়াদসহ ১৫জনের স্কোয়াডের মাত্র ছয়জন আসেন মাঠে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক কথা বলেছেন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তাঁর দলের লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতির কথা। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির অংশ ধরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে। যদিও বাছাইপর্বে উগান্ডার কাছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ জিম্বাবুয়ে।