NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

৯ই জুন নিউইয়র্কে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হবে


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ১২:০১ পিএম

৯ই জুন নিউইয়র্কে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হবে

হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধিঃ  গত ২৬ শে এপ্রিল ২০২৪,শুক্রবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্ক এর জ্যামাইকার একটি রেস্টুরেন্টে ,সিরাজুল আলম খান সৃতি পরিষদের  এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা: মুজিবুল হক ও সভা পরিচালনা করেন সংগঠনের  সদস্য সচিব শাহাব উদ্দীন ।
সভায় স্বাধীনতার  অন্যতম স্বপ্নদ্রষ্টা নিউক্লিয়াসের অন্যতম সদস্য ,যিনি ১৯৬২ থেকে মুক্তিযোদ্ধ পর্যন্ত নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করতে বিশেষ অবদান রেখেছেন ।স্বাধীনতার পর  যখন গরিব ,কৃষক,শ্রমিক ,ছাত্র ,মেহনতি মানুষের দু মোটো অন্ন ,বস্ত্র, শিক্ষা ,চিকিৎসা  বাসস্থানের নিশ্চয়তা এবং  স্বাধীনতার  স্বাদ মানুষকে দিতে ব্যর্থ হলে  ,বৃটিশ ,,পাকিস্থানিদের উত্তারাধিকার প্রাপ্ত সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দৃড় প্রত্যয় ব্যক্ত করে তৎকালীন  স্বাধীন বাংলাদেশের সরকারের কাছে দাবি জানিয়ে ছিলেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে  তাদের দাবি উপেক্ষিত হলে ,,তার ই পরিনতিতে স্বাধীনতার ৫৩ বছর পর ও এখনো আমরা গনতন্ত্রের জন্য সংগ্রাম করছি। দুর্নীতির ,কালোটাকার মালিক ,দেশের টাকা বিদেশে পাচারকারি লুটেরাদের স্বর্গরাজ্যে দেশ পরিনত হয়েছে। পাকিস্তানের বাইশ পরিবারের হাত থেকে আজ বাইশ  হাজার লুঠেরা পরিবারের জন্ম হয়েছে। এর থেকে দেশকে  পরিত্রাণের জন্য সিরাজুল আলম খানের মতো দেশপ্রেমিক ও রাস্ট্র চিন্তাবিধের মতো লোকজনের দেশের স্বার্থে একান্ত  প্রয়োজন ছিল এমন দাবি করেন সভায় । তার চলে যাওয়া রাস্ট্রের জন্য অপুরনীয় ক্ষতি ।  তারপর ও তাদের রেখে যাওয়া বিভিন্ন রাজনৈতিক পুস্তিকা ,জীবনাদর্শ নিয়ে যদি আমরা
দল ও মতের উর্ধে উঠে  আলোচনা করতে পারি। তা হলে  আমাদের নতুন প্রজন্ম এবং জাতি মুক্তিযুদ্ধের সঠিক
ইতিহাস ,জানবে । ভোগের জন্য  নয় , ত্যাগের রাজনীতি করতে  উজ্জীবিত হবে । রাস্ট্র গঠনের সঠিক দর্শন ,,ও দিক নির্দেশনা সম্পর্কে  জানতে পারবে। আজকের দিনে এই দৃষ্টি ভংগী সম্পন্ন মানুষের খুব অভাব। তাই আমরা মনেকরি জাতীর স্বার্থে  মাওলানা ভাসানী , জাতীয় চার নেতা সহ সিরাজুল আলম খান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকদের বীরত্ব গাঁথা আমাদের নুতন প্রজন্মের সঠিকভাবে গড়ে তোলার জন্য পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা একান্ত জরুরী । এবং এসব নেতৃত্বের বিভিন্ন চিন্তা ধারা রাজনৈতিক দর্শন গবেষণার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তোলার কাজে লাগানো উচিৎ ।
সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী ৯ই জুন ,রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ,জুইস সেন্টারে বিকাল ৭টায় সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হবে । উক্ত স্বরন সভায় মুক্তিযুদ্ধের পক্ষের দলমত নির্বিশেষে প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ।
সভায় বক্তব্য রাখেন ,ল' সোসাইটির প্রেসিডেন্ট ,এম ,মতিউর রহমান ,, এডভোকেট মুজিবুর রহমান , লিগেল কনসালটেন্ট মুজিবুর রহমান ,নাজির আহমেদ চৌধুরী , সরোয়ার হোসেন  ও আব্দুর রহিম প্রমুখ নেতৃবৃন্দ।