মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিতর্কের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছেন। এক সাক্ষাৎকারে বাইডেন বিলম্ব না করে ওই বিতর্ক আয়োজনের তাগিদ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কের বিষয়টি বেশ জনপ্রিয়। এই বিতর্ক সাধারণত কোনো প্রার্থী সম্পর্কে ভোটারদের মতামত তৈরি কিংবা ভাঙতে কিছুটা হলেও সহায়তা করে।