পিএসজির লিগ ওয়ানের শিরোপা জেতাটা স্রেফ সময়ের ব্যাপার। এমনকি নিজেদের বাকি তিন ম্যাচ হেরে গেলেও গোল ব্যবধানে ট্রফি নিজেদের কাছে রেখে দেওয়ার সম্ভাবনা আছে লুই এনরিকের দলের। লে হাভরেকে হারাতে পারলে আনুষ্ঠানিকভাবেও তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। পার্ক দ্য প্রিন্সেসে শিরোপা উৎসবের প্রস্তুতি নিয়েই হয়তো মাঠে এসেছিলেন পিএসজি সমর্থকরা।