টি-টোয়েন্টি ক্রিকেটে ঠিক কতো রান নিরাপদ? আইপিএলে এবারের আসরে ব্যাটারদের খুনে মেজাজের ব্যাটিং দেখে উঠছে প্রশ্নটা। দুইশর উপর রান করেও নিরাপদে থাকছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। গতকাল ২৬১ রান করেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে ৮ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে কলকাতার রান টপকে যায় পাঞ্জাব।