রুশ হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছেন।
কিয়েভ শহরের প্রশাসন বলেছে, জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা শুরু হয়েছে। কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখনে প্রকৃতপক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করছে।
প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে, যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন, সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো ‘অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে’।