গত বছর মেয়েদের কোন ঘরোয়া ফুটবলই ছিল না।এক বছর বিরতি দিয়ে সাবিনা খাতুনদের ফুটবল লিগ আবার মাঠে গড়াচ্ছে। ২০১৯ সালে মেয়েদের লিগটা নতুন করে শুরুর পর যে তিনটা আসর হয়েছে এর মধ্যে তা থেকে এবারের লিগটা অবশ্য অনেক আলাদা।
গত তিন আসরে জড়িয়ে বসুন্ধরা কিংসের নাম।
এই দলটির কোচ আবার গোলাম রব্বানীরই আপন ভাই গোলাম রায়হান বাপন। দুই ভাইয়ের লড়াই আগ্রহ তৈরী করতে পারে। নাসরিন স্পোর্টসের সাবিনা প্রতিদ্বদ্বীতাপূর্ণ লিগের আশা করছেন, আতাউর রহমান ভূইয়া ক্লাব, সেনাবাহিনী, উত্তরা ক্লাবসহ বেশ কয়েকটি দলেই ভাল ফুটবলাররা আছে। লিগটা তাই একপেশে হবে না অন্তত।’
মোট ৯ টি দল অংশ নিচ্ছে এ আসরে। অন্য দলগুলো হলো সিরাজ স্মৃতি সংসদ, সদ্য পুস্করনী জেএসসি, জামালপুর কাচারিপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ও ফরাশগঞ্জ স্পোর্টিং। তীব্র দাবদাহের মধ্যেও খেলাগুলো হবে দিনের বেলায়। কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকলেও। ফেডারেশন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেছেন, ‘ফ্লাডলাইটের পেছনে ম্যাচ প্রতি ১৩ হাজার টাকা খরচ করা আমাদের পক্ষে সম্ভব না।’ এই আসরে টাইটেল স্পন্সর হিসেবে অবশ্য নতুন যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। প্রতিদিন দুটি করে ম্যাচ। প্রথমটি সকাল সাড়ে নয়টায়, বিকাল পৌনে চারটায় শুরু দ্বিতয়টি।