বাবা নায়ক সাইমন সাদিক। এবারের ঈদেও মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মায়া’। দর্শকরা পছন্দ করেছেন সেই ছবি। তবে এই নায়ক অন্য অনেকের চেয়ে কিছুটা ব্যতিক্রম।
খবর প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪, ০৮:৩৪ পিএম
বাবা নায়ক সাইমন সাদিক। এবারের ঈদেও মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মায়া’। দর্শকরা পছন্দ করেছেন সেই ছবি। তবে এই নায়ক অন্য অনেকের চেয়ে কিছুটা ব্যতিক্রম।
তবে আজ বিকেলে পোস্ট করলেন বড় সন্তান সাইয়ান সাদিকের আজান দেওয়ার একটা ভিডিও। তাতে ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন শুভ কামনা। সন্তানের আজান দেওয়ার ভিডিও দেওয়া প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘ঢাকায় আমি লালমাটিয়াতে থাকি। সেখানে হাউজিং কমিউনিটি মসজিদে নিয়মিত যাতায়াত আছে আমার।
এদিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেতা। জানালেন খুব তাড়াতাড়ি নতুন সিনেমার খবর দেবেন তিনি।