পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যেখানে অলরাউন্ডার সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন জোনাথন ক্যাম্পবেল। এছাড়াও তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরামকে ফেরানো হয়েছে।