NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে শিশুসহ ৫ অভিবাসীর মৃত্যু


খবর   প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:৫১ পিএম

ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে শিশুসহ ৫ অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেলে একটি শিশুসহ অন্তত পাঁচজন অভিবাসী গত রাতে নিহত হয়েছে। তারা ছোট নৌকায় করে ফ্রান্স থেকে ব্রিটেনের উদ্দেশ্যে চ্যানেল পার হওয়ার চেষ্টা করছিল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সরকার এএফপিকে জানিয়েছে, বুলোন-সুর-মের রিসোর্টের কাছে উইমেরুক্স শহরের সৈকত থেকে ১১০ জনকে বহনকারী ছোট নৌকায় নিহতদের মধ্যে তিন পুরুষ ও এক নারীও ছিলেন।

 

তারা আরো বিশদ বিবরণ না দিয়ে বলেছে, ‘বালুর তীরে আঘাত করার পর নৌকাটি আবার সমুদ্রের দিকে চলে যায়। তারপর উপচে পড়া নৌকাটিতে একটি বিপর্যয় ঘটেছে বলে মনে হচ্ছে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।’

একজন এএফপি সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে পুলিশ সমুদ্রসৈকত ঘেরাও করে রেখেছিল। কাছাকাছি দুটি অ্যাম্বুল্যান্স হেলিকপ্টার ছিল।

যখন সমুদ্র শান্ত ছিল, তখন অভিবাসীরা পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস ছিল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা অভিবাসীদের মধ্যে এ ধরনের ট্র্যাজেডির একটি সিরিজের মধ্যে এটি সর্বশেষতম ঘটনা। তারা ব্রিটেনে একটি ভালো ভবিষ্যতের আশায় বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে।

 

এএফপির এক তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত অন্তত ১৫ জন ইংলিশ উপকূলে পৌঁছনোর চেষ্টা করে মারা গেছে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, গত বছর চ্যানেল পার হওয়ার চেষ্টায় ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছে। অন্যদিকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ব্রিটিশ কর্মকর্তারা এ বছরের প্রথম তিন মাসে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উপকূলে পাঁচ হাজার ৩৭৩ জন অভিবাসীকে ছোট জাহাজে করে চ্যানেল অতিক্রম করার পর প্রক্রিয়া করেছিলেন।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার অভিবাসী পারাপারের সংখ্যা রোধের জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর অভিবাসন বিষয়ে কঠোর পদ্ধতির প্রতিশ্রুতি অনুসরণ করে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি এক্সে বলেছেন, ‘এই ট্র্যাজেডিগুলো বন্ধ করতে হবে।