NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

বিচ্ছেদের ১৪ বছর স্বামী, সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক এখন খুব ভালো


খবর   প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ০৫:৫২ পিএম

বিচ্ছেদের ১৪ বছর স্বামী, সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক এখন খুব ভালো

যারা গেল দুই দশক ধরে বছর ধরে টেলিভিশন নাটকের নিয়মিত দর্শক তাদের নিশ্চয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও শ্রাবস্তী দত্ত তিন্নির কথা মনে আছে। একসময় টেলিভিশন নাটক জুড়ে ছিলো তাদের দাপট। দুজন জুটি হয়েও অভিনয় করেছেন অসংখ্যা নাটকে। ২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন এই জুটি।

যদিও বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ। এর মধ্যে আসে সন্তান ওয়ারিশা। তাঁদের মধ্যে কলহ তীব্র আকার ধারণ করায় ২০০৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তিন্নি-হিল্লোল। আলাদা থেকেও শেষ রক্ষা হয়নি।
বিচ্ছেদই হয়ে যায় তাদের বিয়ের সম্পর্কের। তারপর তিন্নি পাড়ি জমান কানাডায়। হিল্লোল বিয়ে করেন আরেক অভিনেত্রী ও আরজে নওশিনকে। তারপর তারাও পাড়ি জমান দেশের বাইরে।

 

তবে বিয়ে করে জীবন শুরু করলেও নানা আলোচনায় সবসময় ছিলেন অভিনয় ছেড়ে ফুড ভ্লগিং শুরু করা হিল্লোল। কখনো অভিনয়, কখনো ব্যক্তিগত জীবন নানাভাবেই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

বিশেষ করে তার সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

 সম্প্রতি বেসরকারি চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিন্নির সঙ্গে বিচ্ছেদের কারণ, বর্তমান সম্পর্কের সমীকরণ এবং প্রায় ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা।

সাবেক স্ত্রী তিন্নিকে নিয়ে আলোচনায় ছিলেন একটা সময়।

এখন মাঝেমধ্যে অন্তর্জালে যখন বিষয়টি আসে, তখন কি মনে কোনো রেখাপাত করে? উত্তরে হিল্লোল বলেন, ‘রেখাপাত করে না। কারণ আমি জানি, ডিজিটাল কনটেন্টটা আসলে কী? এই প্রশ্নও ডিজিটাল রিচ। সে কারণে আমি যেহেতু ডিজিটাল কনটেন্ট নিয়ে কাজ করি, আমি জানি যে সব কনটেন্ট ক্রিয়েটররা রিচ চান। এটা স্বাভাবিক বিষয়। ৯০ শতাংশ সম্পর্ক নিয়ে দ্বন্দ্ব হয়। তিন্নির সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক। আমার মেয়ের ১৬ বছর চলছে। ও ক্লাস নাইনে পড়ে। আমাদের মেয়ের কারণেও যোগাযোগ করতে হয়। বর্তমান স্ত্রীর সঙ্গেও তিন্নির নিয়মিত যোগাযোগ হয়। ছোট মেয়েকে তো সময় দেওয়া হয়। বড় মেয়েকে বছরে একবার সময় দেওয়া হয়, যখন কানাডাতে যাই।’

 

 

তিন্নি-হিল্লোল সম্পর্ক থেকে কোনো শিক্ষা পেয়েছেন কি না, প্রশ্নে হিল্লোলের ভাষ্য, ‘ওখান থেকে কোনো শিক্ষা পাইনি। ওটা ভুল ছিল। আমার কিংবা তাঁর দিক থেকে হতে পারে। ওর–ও হয়তো ভুল ছিল। তবে বর্তমান সম্পর্কে সেই ভুলটা হয়নি। আত্মবিশ্বাসের সঙ্গে আজকে আমাদের সম্পর্কের ১৪ বছর পর এসে বলতে পারি, সেই ভুলটা হয়তো এই সম্পর্কের ক্ষেত্রে হয়নি।’

এদিকে কেন হিল্লোলকে আগের মতো আর অভিনয়ে দেখা যাচ্ছে না—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘২০১৭-১৮ থেকে নাটকে কাজ করছি না। আমি আসলে উপভোগ করছিলাম না। যে ধরনের কাজ হতো, সেগুলো এনজয় করতাম না। ২০০৩ সালে আমার একটা নাটক ছিল ‘স্পর্শের বাইরে’। ওই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাই। মানুষ রাস্তায় দূর থেকে ডাকত। তখন আসলে যে কোয়ালিটির কাজ হতো, পরবর্তী সময় সেটা আর হচ্ছিল না। ২০১০–এর দিকে আরও পরিস্থিতি খারাপ হতে থাকল। ২০১৭-১৮–র দিকে প্রচুর কাজের চাপ চলে আসত। শরীরেও কুলাত না। নাটকগুলোর কোনো সাড়া পেতাম না।’