NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

বড় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ১১:০৩ এএম

বড় জয়ে সিরিজে ফিরল নিউজিল্যান্ড

প্রথম টি-টোয়েন্টি হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে গতকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে ফিরেছে কিউইরা।

 

আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। মার্ক চ্যাপম্যানের অপরাজিত অনবদ্য ৮৭ রানের ইনিংসে ১০ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে ফেলে নিউজিল্যান্ড।

 

 

ছোট ছোট কয়েকটা ইনিংসের সঙ্গে পাকিস্তান বড় সংগ্রহ পায় মূলত শাদাব খানের ঝোড়ো ব্যাটিংয়ে। সাইম আইয়ুব ৩২, বাবর আজম ৩৭, রিটায়ার্ড হার্ট হওয়ার আগে মোহাম্মদ রিজওয়ান ২২, শাদাব ৪০ ও অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন ইরফান খান। 

 

নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন লেগ স্পিনার ঈশ সৌদি। লক্ষ্য তাড়ায় কিউইদের প্রথম সারির চার ব্যাটারই রান পেয়েছেন।

টিম রবিনসন ২৭, টিম শেইফার্ট ২১, ডিন ফক্সক্রফট ৩১ ও চ্যাপম্যান অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন। ৪২ বলের ইনিংসে ৯ চার ৪টি ছক্কা মারেন চ্যাপম্যান।