ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএ মঙ্গলবার বলেছে, গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করার পর তারা স্কুলের ভেতরে অবিস্ফোরিত এক হাজার পাউন্ড বোমা খুঁজে পেয়েছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় নিরলস বিমান হামলা ও বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীকে বিপর্যস্ত শহর থেকে প্রত্যাহার করার পর জাতিসংঘের সংস্থাগুলো খান ইউনিসে একটি ‘মূল্যায়ন মিশনের’ নেতৃত্ব দিয়েছে।
সংস্থাটি বলেছে, ওই মিশনে ‘স্কুলের ভেতরে ও রাস্তায় এক হাজার পাউন্ড বোমাসহ অবিস্ফোরিত গোলাবারুদের উপস্থিতির কারণে নিরাপদে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ’ পাওয়া যায়।