লিওনেল মেসির আলোকিত নৈপুণ্যে জয়ের ধারায় ফিরল ইন্টার মায়ামি। গত ২ মার্চের পর মেজর লিগ সকারের ম্যাচে প্রথমবার শুরুর একাদশে খেললেন আর্জেন্টাইন তারকা। শুরম্ন থেকে দারম্নণ খেলছিলেন তিনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি গোল করার পাশাপাশি একটি গোল করিয়েওছেন মেসি।