খবর প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৫ এএম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলার বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্বরণীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চরাঞ্চলেও অনেক মানুষ বসবাস করেন। তাই শহর অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে দুর্গম চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা নেয়া হয়েছে। কিন্তু চরাঞ্চলে শিক্ষক ও জনবল কম রয়েছে। তাই অঞ্চল ভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে এসব এলাকায় শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। সেই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন পূর্বে মন্ত্রী বেলকুচির উপজেলা চত্বর ও তাঁত শিল্পের কারখানা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ আব্দুল মমিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ প্রমুখ।
এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত 'স্বাস্থ্য সুরক্ষা ক্লাব' এর এক সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।