NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

চরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা করা হয়েছে : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৫ এএম

চরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা করা হয়েছে : শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দূর্গম চরাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলার বেলকুচি উপজেলার মাজেদা আদিল স্বরণীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চরাঞ্চলেও অনেক মানুষ বসবাস করেন। তাই শহর অঞ্চলের সঙ্গে তাল মিলিয়ে দুর্গম চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে পরিকল্পনা নেয়া হয়েছে। কিন্তু চরাঞ্চলে শিক্ষক ও জনবল কম রয়েছে। তাই অঞ্চল ভিত্তিক গুরুত্ব দিয়ে শিক্ষক নিয়োগের মাধ্যমে এসব এলাকায় শিক্ষা কার্যক্রম আরও বেগবান করা হবে। সেই সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও জোরদার করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন পূর্বে মন্ত্রী বেলকুচির উপজেলা চত্বর ও তাঁত শিল্পের কারখানা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ আব্দুল মমিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শফিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ প্রমুখ।

এর আগে সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত 'স্বাস্থ্য সুরক্ষা ক্লাব' এর এক সভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী।