দক্ষিণ কোরিয়ার বিরোধী দল দেশটির সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। হেরে গেছে বর্তমান ক্ষমতাশীন দল পিপলস পাওয়ার পার্টি। বিপরীতে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন জিতে নিয়েছে।
জয়ের পর ডিপিকের নেতা লি জে-মিয়াং বলেছেন, এই বিজয় শুধু ডেমোক্রেটিক পার্টির বিজয় নয়, এটা মানুষের বিজয়।