NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

রাজনীতিতে পা রেখেই বিলাসবহুল মার্সিডিজ কিনলেন কঙ্গনা


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৪, ০৬:৪৮ এএম

রাজনীতিতে পা রেখেই বিলাসবহুল মার্সিডিজ কিনলেন কঙ্গনা

রাজনীতিতে যোগদানের পরই নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার (৬ এপ্রিল) সকালে মুম্বাইয়ে নতুন গাড়িতে চড়ে পাপারাৎজিদের সামনে হাজির হন বলিউড ‘কুইন’। কঙ্গনার এই গাড়িটি মার্সিডিজ মেব্যাক জিএলএস।  কঙ্গনার আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে, মার্সিডিজ মেব্যাক এস ৬৮০।

 

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কঙ্গনার কেনা নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়ির দাম ২.৪৩ কোটি টাকা। বেশ কয়েকজন বলিউড তারকা যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, নীতু কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই গাড়ির কালেকশন। এটি কঙ্গনার দ্বিতীয় মার্সিডিজ গাড়ি। কঙ্গনার কাছে ছিল মার্সিডিজ মেব্যাক এস ৬৮০, যার দাম ৩.৬ কোটি টাকা।

 

 

মেনস এক্সপি’র রিপোর্ট অনুসারে, একটি বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৩০ এলডি, একটি মার্সিডিজ জিএলই ৩৫০ডি সাভ এবং একটি অডি কিউ-৩ রয়েছে কঙ্গনার গাড়ির কালেকশনের মধ্যে। মুম্বাইয়ে তাঁর দুটি সম্পত্তি রয়েছে, যার একটি অফিস এবং একটি বাড়ি।

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির পক্ষ তাঁকে টিকিট দেওয়া হয়েছে।

পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কঙ্গনা। এরই মাঝে তাঁর নতুন গাড়ি কেনার খবর এসেছে।

 

সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি।’ ভারতের জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন অনুপম খের , শ্রেয়াস তালপাড়ে , মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই।