সেন্সর জটিলতায় আটকে আছে ওয়েব সিনেমা ‘অমীমাংসিত’। এটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি ঈদের বিশেষ চমক হিসেবে মুক্তির কথা ছিল ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। কিন্তু সেটি আর হচ্ছে না বলে জানান আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আহমেদ।
খবর প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ এএম
সেন্সর জটিলতায় আটকে আছে ওয়েব সিনেমা ‘অমীমাংসিত’। এটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমাটি ঈদের বিশেষ চমক হিসেবে মুক্তির কথা ছিল ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে। কিন্তু সেটি আর হচ্ছে না বলে জানান আইস্ক্রিনের প্রকল্প পরিচালক ও নায়ক রিয়াজ আহমেদ।
তিনি জানান, অনেক দিন ধরেই ছবিটি সেন্সর বোর্ডে আটকা পড়ে আছে। সে জন্য সকল প্রস্তুতি ও প্রচারণার পরেও সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দিতে অপারগ।
তাঁর ভাষায়, ‘এই ঈদে আপনাদের বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তি দিতে পারছি না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। যথাসময়ে সমস্ত নিয়ম মেনে সেন্সর বোর্ডে জমা প্রদানের পরও অদ্যাবধি কোনো চিঠি না পাওয়াতে আমরা আইস্ক্রিন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। সেন্সর সার্টিফিকেট পাওয়া সাপেক্ষে, অতি দ্রুত সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রাখছি। কারণ বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
ছবিটি প্রথমে ২৯ ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দেয় আইস্ক্রিন। তার আগেই ছবিটি দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড। যথাসময়ে ছবিটির ছাড়পত্র না পাওয়ায় এরপর মুক্তির ঘোষণা আসে আসছে ঈদে (১১ এপ্রিল)। এবার সেটিও ভেস্তে গেল ছাড়পত্র না পাওয়ার কারণে।
‘অমীমাংসিত’, নামেই রহস্যের গন্ধ স্পষ্ট।
এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। তবে তাদের পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে; যাদের মুখে কালো কাপড় বাঁধা! তারা কারা? উত্তর মিলবে মূল ছবিতে।