নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত পেয়ে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দ্রুতই সুখবর পেলেন আমির।
বেশ চমক জাগানিয়া ১৭ সদস্যের দলে ফেরানো হয়েছে অবসর ভেঙে ফেরা ইমাদ ওয়াসিমকে। এই বাঁহাতি স্পিনারও আমিরের মতো অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন।