মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো বিশ্ব। পৃথিবীতে ঘটল চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিরল এ সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। গতকাল সোমবার (৮ এপ্রিল) লাখ লাখ মানুষ আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ের সঙ্গে এই বিরল দৃশ্য দেখেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে শেষবার সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ অগস্ট। সূর্যগ্রহণ উপভোগ করতে বিশেষ চশমা পরে টেক্সাস ও যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ভিড় করেন সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে ভিড় জমে নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকায়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে উত্তর আমেরিকায় একটি পার্কে প্রায় তিন হাজার মানুষ জড়ো হয়। সূর্যগ্রহণ শুরু হলে অন্ধকার নেমে আসে এবং মানুষ আনন্দে চিৎকার শুরু করে।

স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ অন্য আরো কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পায়। তবে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ ভারত ও বাংলাদেশের সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হয়নি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে যায় সূর্য, যা গত ৫০ বছরে কখনো হয়নি। এ ছাড়া বিশ্বের বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ নগরীতে এই সূর্যগ্রহণ ঘটার কারণেও এ এক বিরল ঘটনা। বিশেষজ্ঞরা খালি চোখে কিংবা সানগ্লাস পরেও এ সূর্যগ্রহণ দেখা থেকে মানুষজনকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। বরং সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা পরে এ দৃশ্য দেখার পরামর্শ দেন তারা।