NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:২০ পিএম

নিউইয়র্কে ভাটেরা যুবসমাজ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাটেরা যুবসমাজ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভাটেরাবাসীদেরকে নিয়ে প্রথমবারের মত ইফতার ও দোয়া মাহফিল করেছে ভাটেরা যুব সমাজ। গত ২৭ মার্চ বুধবার সিটির ওজন পার্কের মদিনা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফিজ শাহ আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুরমান ও ফয়ছলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছমেদ সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভাটেরার বিশিষ্ট মুরব্বি শেখ আব্দুল মতিন (আলতা), জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার (একাংশ) সভাপতি এডভোকেট শাহিন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ।

অনুষ্ঠানে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন আদনান বাশার তালুকদার নিজাম। এছাড়াও সিলেটি ভাষায় ছড়া আবৃত্তি করেন শাহ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি ব্যারিষ্টার সুমনকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ভাটেরার বয়োজ্যেষ্ঠ মুরব্বি হাজি শেখ আখদ্দছ আলী সিদ্দিকী, হাজী আবুল কালাম সিদ্দিকী. ম্যানহাটন মদিনা মসজিদের সেক্রেটারি এনায়েত হুসেন জালাল, কুলাউড়ার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, আবুল খায়ের রেজাউল করিম রেনু, হাজি সুরুজ মিয়া, সাবু মিয়া, হেলিম উদ্দিন, শেখ লেবু মিয়া তালুকদার, ছিলিক মিয়া, আব্দুল জব্বার সিদ্দিকী, শামিম আহমদ, আফাজুর রহমান চৌধুরী ফাহাদ প্রমুখ সহ নিউইয়র্ক ও নিউজার্সীতে অবস্থানরত ভাটেরাবাসীরা উপস্থিত ছিলেন।