NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয় : ইরান


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ১১:০৪ এএম

ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয় : ইরান

ইরানের সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা রবিবার সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় হামলার পর ইসরায়েলি দূতাবাসগুলো ‘আর নিরাপদ নয়’। সেই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাত সদস্য নিহত হয়েছেন এবং তেহরানের জন্য ইসরায়েলকে দায়ী করে। বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভিকে উদ্ধৃত করে ইসনা জানিয়েছে, ইহুদিবাদী শাসকের দূতাবাসগুলো আর নিরাপদ নয়।

 

তেহরান দামেস্কে সোমবারের বিমান হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলায় দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসের একটি ভবন ধ্বংস হয়েছে এবং দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাত সদস্য নিহত হয়েছেন।

‘এই নৃশংস শাসনের মোকাবেলা করা একটি আইনি ও বৈধ অধিকার’ উল্লেখ করে সাফাভি বলেন, ‘প্রতিরোধ ফ্রন্ট প্রস্তুত; এটি (প্রতিক্রিয়া) কিভাবে হবে, (তার জন্য) আমাদের অপেক্ষা করতে হবে।’

আরো পড়ুন : ইসরায়েলে ইরানের পাল্টাহামলার সম্ভাবনা কতটা?

তিনি আরো জানান, এই অঞ্চলের চারপাশে একাধিক ইসরায়েলি দূতাবাস ‘বন্ধ করা হয়েছে’।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে, দামেস্কে সোমবারের সেই হামলায় ১৬ জন নিহত হয়েছে। এটি ছিল ইসরায়েলকে দায়ী করা এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় পঞ্চম হামলা। নিহতদের মধ্যে জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছিলেন, যারা আইআরজিসির বিদেশি অপারেশন শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ছিলেন।

৬৩ বছর বয়সী জাহেদি ৪০ বছরেরও বেশি সময়কার কর্মজীবনে বেশ কয়েকটি কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর তিনিই সবচেয়ে জ্যেষ্ঠ ইরানি সেনা ছিলেন।

 

এএফপি বলেছে, দামেস্কে সোমবারের হামলাটি গাজা যুদ্ধের পটভূমিতে সংঘটিত হয়েছে, যা ৭ অক্টোবর শুরু হয়েছে। সেদিন ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় এক হাজার ১৭০ জন নিহত হয়েছিল, যার অধিকাংশই বেসামরিক। তেহরান হামাসকে সমর্থন করে।

তবে ওই হামলায় সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ওই হামলার পর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে প্রতিশোধ নিচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, প্রায় ছয় মাসের যুদ্ধে সেখানে অন্তত ৩৩ হাজার ১৭৫ জন নিহত হয়েছে।

 

ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং দুই দেশ বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধ করেছে। ইরানের অভিযোগ, ইসরায়েল তার পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে।