এতদিন শেষ হিসাবটা যেন মেলাতে পারছিল না অ্যাথলেকি বিলবাও। সুপার কাপ ছাড়া শিরোপার স্বাদ ভুলতে বসা দলটি শেষ বার ট্রফি ঘরে তুলেছিল চার দশক আগে, সেই ১৯৮৩-১৯৮৪ মৌসুমে, কোপা দেল রে জিতেছিল বিলবাও। সে মৌসুমে লা লিগারও চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। এরপর অনেকবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গেলেও কখনো বার্সেলোনা তো আবার কখনো রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাঁদের।