মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। মংডু শহরের দক্ষিণের এলাকাগুলোর দখল নিতে চেষ্টা চালাচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে প্রতিপক্ষকে লক্ষ্য করে বোমা, মর্টার হামলাসহ আক্রমণ চালিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনীও।
গতকাল টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সীমান্তের ওপারে রাখাইনে বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের বিকট শব্দ শোনা গেছে।