NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন - প্রধান উপদেষ্টা ইসরায়েলের সামনে ত্রিমুখী সংকট, আগুনে ঘি ঢালছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হলে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ সুরক্ষা পাবে কানাডা বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-কানাডার সম্পর্ক নিয়ে যা বললেন রাজা তৃতীয় চার্লস স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুধু ভালো ক্রিকেট নয়, আমাদের স্মার্ট হতে হবে: লিটন শুটিং সেটে কারিশমার সঙ্গে মারামারি নিয়ে যা বললেন রাভিনা প্রধান উপদেষ্টার জাপান সফরসূচিতে যা যা থাকছে
Logo
logo

সোনার দামে নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০১:১১ এএম

সোনার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকায়। নতুন করে প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আগামীকাল রবিবার (৭ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

 

শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সদ্ধিান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৪ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৮ হাজার ৯৬৫ টাকা করা হয়েছে।

 

অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

উল্লেখ্য, এর গত ২১ মার্চ দেশের বাজারে সোনার দাম বেড়ে নতুন রেকর্ড করেছিল। তখন ভালো মানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরির দাম বেড়ে হয়েছিল ১৪ হাজার ৭৪ টাকা।