NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

ছত্তিশগড়ে বিশাল অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০০ ট্রান্সফর্মার


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:০৪ পিএম

ছত্তিশগড়ে বিশাল অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০০ ট্রান্সফর্মার

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রাইপুরের এক বিদ্যুৎ সরবরাহকারী কম্পানিতে শুক্রবার বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে প্রায় ছয় হাজার ট্রান্সফর্মার রাখা ছিল। তার মধ্যে এক হাজার ৫০০টিতে আগুন লেগে যায়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের অন্যান্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি দেখে কম্পানিটির কর্মীরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রান্সফর্মারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই কম্পানির কাছাকাছি এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

 

গণমাধ্যমটি আরো বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই, কিন্তু যেভাবে ট্রান্সফর্মার বিস্ফোরণ হচ্ছিল তাতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।

 

এদিকে কিভাবে এই আগুন লাগল তা স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। কম্পানিটির এক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় কারো গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।