NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

কেনাকাটায় ব্যস্ত নিউইয়র্কে প্রবাসীরা : নতুন পোশাকের সমাহার


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০৯:৩৫ পিএম

কেনাকাটায় ব্যস্ত নিউইয়র্কে  প্রবাসীরা : নতুন পোশাকের সমাহার

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকী। চাঁদ দেখা সাপেবেক্ষ আগামী ১০ এপ্রিল বুধবার অথবা সোবার ঈদুল ফিতর। এবারের রোজা ৩০টি হলে এদিন ঈদুল ফিতর পালিত হবে। তাই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশীর। নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলীন ও ব্রঙ্কসে চলছে ঈদের নতুন পোষাক আর ঈদ সংশ্লিষ্ট কেনাকাটা। ব্রঙ্কসের নাটোর শাড়ী ঘর আর নিউ প্রতিদিন ফ্যাশন, টাঙ্গাইল শাড়ী ঘর, নিশাত এলিগেন্ট নামের স্টোর সহ বিভিন্ন স্টোরে চলছে ঈদ সেল। এছাড়াও জ্যমাইকার স্থানীয় হিলসাইডস্থ আল হামরা, শাহ, তাবাসসুম ফ্যাশন প্রভৃতি ফ্যাশন, জ্যাকসন হাইটসের আইএসপি, রুকশানা ফ্যাশন, পারফেকশন ব্রাইডালস, অমিত ফেব্রিকস এন্ড শাড়ী হাউজ, সাওয়ারিয়া, লিপি ফ্যাশন, প্রভৃতি স্টোরগুলোতে দেদারছে চলছে ঈদের কেনা কাটা। অপরদিকে ফুটপাতের দোকানগুলোতেও বেচাকেনা জমে উঠেছে। টুপি-জায়নামাজ থেকে শুরু করে অন্যান্য সামগ্রী স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এসব দোকোনে।

স্টোরগুলো সরজমিনে ঘুরে দেখা গেছে, স্টোরগুলোর ফটকে টাঙ্গানো রয়েছে আকর্ষনীয় ঈদ সেল নোটিশ। কোন কোন স্টোরে ২৫% থেকে ৫০% সেল চলছে। দিনের বেলায় এসব স্টোরগুলোতে তেমন ভীড় পরিলক্ষিত না হলেও বিকেলে বা ইফতারের পর সন্ধ্যায় গ্রহকদের বেশ ভীড় লক্ষ্য করা যাচ্ছে। আর এসব গ্রাহকদের মধ্যে নারী ও শিশু-কিশোর-কিশোরীরাই বেশী। দোকানীরা জানান, ঈদের কেনাকাটার জন্য অনেকে চাঁন রাতেরও অপেক্ষা করছে।

স্টোরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বরাবরের মতো এবছরও মেয়েদের প্রথম প্রছন্দ লেহেঙ্গা আর সালোয়ার-কামিজ, ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবী-পায়জামা। মেয়েদের মধ্যে কারো কারো পছন্দ কাজ করা শাড়ী। আবার কারো পছন্দ জামদানী। তবে এসব পোষক পছন্দ হলেও এসবের মধ্যে চাই নতুনত্ব। গ্রাহকদের কথা-চাহিদা ভেবে ফ্যাশন ডিজাইনাররাও তৈরী করেছেন নতুন নতুন ডিজাইনের পোষাক। স্টোরগুলোতে বাংলাদেশী পোষাকের পাশাপাশি পাকিস্তানী ও ভারতীয় পোশাকের বিপুল সমাহার দেখা যায়। দোকানীরা জানান, ঈদের কেনাকাটায় রয়েছে ফ্যাশানেবল জুতো, জুয়েলারী অলংকার, পারফিউম প্রভৃতি। তুলানামূলকভাবে ঈদ সামগ্রীর দাম গত বছরের চেয়ে খানিকটা বেশী।

বিভিন্ন স্টোরের মালিকগণ জানান ঈদ উপলক্ষ্যে কেনা-কাটা বেশ জমে উঠলেও চাঁন রাতে ঈদের কেনাকাটা তুঙ্গে উঠবে। এদিন থাকবে সর্বোচ্চ সেল। ক্রেতাদের সুবিধার্থে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮/৯টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে স্টোরগুলো। চাঁদ রাতেও স্টোরগুলো খোলা থাকবে বলে জানান তারা।