NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপেও পিছিয়ে গেল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৬:১২ পিএম

টেস্ট চ্যাম্পিয়নশিপেও পিছিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশকে ৭-এ নামিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। অথচ বাংলাদেশ সফরে আসার আগে লঙ্কানদের পয়েন্ট ছিল শূন্য। তখন ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে নাজমুল হোসেন শান্তর দল ছিল তালিকার ৪ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে তারা নেমে গেছে ৭-এ।

 

 

সিলেটে প্রথম ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল ধনঞ্জয়া ডি সিলভার দল। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচেও পঞ্চম দিনের সকালে ১৯২ রানের সহজ জয় তুলে নেন লঙ্কানরা। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁরা টপকে গেছেন পাকিস্তানকে। আর লঙ্কানদের কাছে দুই টেস্টে হেরে যাওয়ায় তিন ধাপ পিছিয়ে এখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে ৭ নম্বরে নাজমুল হোসেনের দল।

 

 

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে তিন ম্যাচ হেরে একটিতে জিতেছে বাংলাদেশ। গত বছর সিলেটে তারা হারিয়েছিল নিউজিল্যান্ডকে। বাংলাদেশের অর্জন ২৫ শতাংশ পয়েন্ট। চলতি বছরের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবেন নাজমুলরা।

চার ম্যাচ খেলে শ্রীলঙ্কার সমান দুটি করে জয় ও হার। তাদের অর্জিত পয়েন্ট ৫০ শতাংশ।

 

৬ টেস্ট খেলে তিনটি করে জয় ও হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। ১২ টেস্ট খেলে ৬২.৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শীর্ষে রোহিত শর্মার ভারত।

৯ টেস্ট খেলে ছয়টি জয়ে দুইবারের ফাইনালিস্টদের অর্জিত পয়েন্ট ৬৮.৫১ শতাংশ।