NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

‘কোনো দিন মরে গেলেও দেখতে যাব না’


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪৭ পিএম

‘কোনো দিন মরে গেলেও দেখতে যাব না’

ঢাকার নায়িকা এখন অভিনয় করছেন ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে। এই ঘটনা অবশ্য অনেকেই ঘটালেও পরী মনির বেলায় প্রথমবার। এখন তিনি অভিনয় করছেন ফেলুবক্সী নামের একটি সিনেমায়।  সেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার।

সেখানে তিনি অনেক কথাই বলেছেন। পেশাগত থেকে পারিবারিক অনেক কিছুই।

 

আলাপে তিনি নিজেকে ‘বেয়াদব’ তকমাও দেন।সব বিতর্ক নিয়েও সোজাসাপটা উত্তর দিয়েছেন পরী।

 

‘সিঙ্গেল মাদার’ জার্নি নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘এই সফর খুব আনন্দেই কাটাচ্ছি। মনে হয়, একা হাতে ছেলেকে খুব ভালোভাবেই বড় করতে পারব। যে সম্পর্কটা ছিল, সেটা থাকলে ওর বড় হওয়ার পথে আরো প্রতিবন্ধকতা বাড়ত। আসলে আমার ছেলে আমাকে বোঝে, আমার কথা শোনে।

ভীষণ মিশুক।’

 

নিজের কর্মকাণ্ড নিয়ে পরী বলেন, ‘আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই, এটা কোন পরী মনি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে? শুধু তা-ই নয়, আমাকে নিয়ে আছে ভ্রান্ত ধারণাও। সেটা হলো, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরী মনির অনেক প্রেমিক, অনেকগুলো জামাই।

কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমার মনে হয়, বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি, যাঁরা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব।’

 

শুধু তা-ই নয়, সম্প্রতি বুবলীর ওপর রেগে গিয়েছিলেন? উত্তরে পরী বলেন, ‘না, একদমই রেগে যাইনি। প্রতিটা মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা। বিতর্কের সূত্রপাত হয়েছিল ভিডিও নিয়ে। আমার ছেলের জন্মদিনে একটি ভিডিও দিয়েছিলাম। আর ভিডিওটা ছিল আমার আবেগের বহিঃপ্রকাশ। তাঁর ছেলের বয়স চার বছর, এতগুলো বছরে মনে হলো না! যখন আমি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তার তিন মিনিটের মধ্যে এই খবর জানতে পারেন দর্শকরা। হঠাৎই ‘বেবি বাম্প’ নিয়ে হাজির হইনি আমি। আমার আবেগ আচমকা আসে না। আমার ধারণা, তিনি অন্যভাবে কিছু করতে পারতেন। তাঁর নিশ্চয়ই সুন্দর একটা জার্নি আছে। কিংবা তিনি বলতে পারতেন, এই ধরন সোজা লেগেছে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছেন। সেটা না করে আমার গলা টিপে ধরার মতো অবস্থা, কেন আমি বললাম! শুনেছি, তিনি শিক্ষিত! শিক্ষিত হয়ে একটা কাণ্ড করে বসেছ, আবার সেটার জন্য লড়াইও করছ! এটা শোভনীয় নয়।’

এ সময় অপু বিশ্বাসের প্রসঙ্গ উঠতেই পরী বলেন, ‘না, আসলে অপুদি এর মাঝে নেই। তিন মাস ধরে আমাদের কথাই হয়নি। আমার সঙ্গে অপু বিশ্বাসের ভালো সম্পর্ক, যেটা আর দশজন নায়িকার সঙ্গেও আমার আছে। আলাদা কোনো খাতির নেই।’

সাক্ষাৎকারের শেষে পরীকে প্রশ্ন করা হয় সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে। বলা হয়, শরীফুলকে আরো একটা সুযোগ দেওয়ার কথা ভাবছেন কি না? উত্তরে পরী বলেন, ‘নামটাই মুখে আনতে চাই না। এত ঘৃণা ওর প্রতি। কোনো দিন মরে গেলেও দেখতে যাব না। যে মানুষটা আমার কাছে ছিল, সে আরো আগেই মরে গিয়েছিল। আসলে মানুষটা আমার কাছে ডেড।’