বাংলাদেশ নারী ও সফররত অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি একটি সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) দুপুর ১টায় নিগার সুলতানা, এলিসা পেরিরা গণভবনে যাবেন।
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসেন অজি মেয়েরা। ২১ মার্চ থেকে শুরু হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।