NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

এএবিইএ দ্বিবার্ষিক সম্মেলন অক্টোবর ৭-৯


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৫ এএম

এএবিইএ দ্বিবার্ষিক সম্মেলন অক্টোবর ৭-৯

শাহিদ মোবাশ্বের,  ওয়াশিংটন ডিসি থেকে:

যুক্তরাষ্ট্রে প্রকৌশল বিদ্যা, স্থাপত্যবিদ্যা ও  প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশীদের সংগঠন - আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (এএবিইএ) এর  সদস্যদের মধ্যে অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন আগামী অক্টোবরের  ৭-৯  ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার  ৭  তারকা হোটেল গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এ অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে বিজ্ঞান মেলা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উপর সেমিনার, চাকুরি মেলা ও চাকুরি প্রদান,  নেটওয়ার্কিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,  কে১২ বাচ্চাদের জন্য গণিত এবং তুচ্ছ বস্তু নিয়ে খেলার প্রতিযোগিতা(ট্রিভিয়া কম্পিটিশন), ক্যাটার্ড ডিনারসহ রোমাঞ্চকর সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালের নাস্তাসহ বার্ষিক সাধারণ সভা, পোটোম্যাক নদীতে মধ্যাহ্ণভোজ, সঙ্গীত ও নৌভ্রমনসহ পারিবারিক আনন্দ উৎসব অন্তর্ভুক্ত থাকবে।

এবারের সম্মেলনে ইন্ডিয়ান আইডলের রক কুইন ও সারে গা মা পা-খ্যাত শিল্পী মনীশা কর্মকার, প্রখ্যাত অভিনেতা ও শিল্পী তাহসান খান, সারে গা মা পা'র প্রথম রানার-আপ এবং প্রখ্যাত কন্ঠশিল্পী শুভশ্রী দেবনাথ, আধুনিক বাংলা গানের প্রখ্যাত কন্ঠশিল্পী অনিলা চৌধুরী এবং প্রখ্যাত কবিতা আবৃত্তিকার প্রজ্ঞা লাবনীসহ আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করবেন।

যুক্তরাষ্ট্রে সংগঠনের প্রতিটি শাখার সদস্য এবং  প্রকৌশলী নন এমন আগ্রহীদের চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে হোটেল কক্ষের ভাড়া সাধারণ মূল্য প্রতিরাতের জন্য  ৩৫০.০০ এর পরিবর্তে ছাড়মূল্য ২৫০.০০ ডলারে পাওয়া যাবে। এ ছাড়া চলতি জুলাই মাসের মধ্যে সম্মেলনের পুরো তিন দিনের জন্য রেজিস্ট্রেশন করলে ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল ডিনারসহ ছাড়মূল্য ১৫০.০০ ডলারে করার সুযোগ পাবেন!

রেজিস্ট্রেশনের জন্য ফয়সাল কাদের:(৩০১) ৫২৬ ৭৮৮৮; মিজান রহমান:(২১৬) ৩৫৬ ৫৫২১; শাহ আহমেদ:(২০২) ২৯৭ ৮৪৪২; কাজী জামান:(৭০৩) ৯৮৯ ০৬৩৩; মনি হাসান:(৩০১) ৩৪৬ ৮৮৩৭; আলী খান:(৫০২) ৭১৪ ১২২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ! আরো তথ্যের জন্য সংগঠনের ওয়েবসাইট https://aabea.org এ ভিজিট করা যেতে পারে।