NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

সৎ সবাই, তবে সিয়াম ও রোশান কেমন, জানালেন পরীমনি


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৫:১৬ পিএম

সৎ সবাই, তবে সিয়াম ও রোশান কেমন, জানালেন পরীমনি

ঢাকার চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়িকা পরীমনি। তবে ঢাকার চলচ্চিত্রের অভিনয় ছাপিয়ে তিনি এখন কাজ শুরু করেছেন পশ্চিমবঙ্গের ছবিতেও। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হতে যাচ্ছে তার। দুদিন আগেই প্রকাশ হয়েছে পরীমণির লাবণ্য চরিত্রের প্রথম লুক।

সিনেমাটির শুটিং করতে এখন কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানেই কিছু বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

 

প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নায়িকা বলেছেন, ‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা।

এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। লিখেছিলেন, ‘সৎ, ভদ্র, বিনয়ী, স্পষ্টবাদী, বর্তমান সময়ের অর্থ।’ এই বিশেষণগুলো ঢালিউডে কাকে কাকে দিতে চাইবেন? প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘সবাই সৎ, ভদ্র রোশান, বিনয়ী সিয়াম, স্পষ্টবাদী আমি।’

সাক্ষাৎকারে বিনোদন–জগতে নিজের পদচারণে নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘আসলে আমার পথপ্রদর্শক কেউ ছিল না। সে কারণে জায়গাটা আমার জন্য অনেক বন্ধুর।

সেই উঁচু–নিচু পথ দিয়েই আমি এখানে দাঁড়িয়ে।’