NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেই কনস্টেবল পেলেন পিপিএম পদক, দেখা করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানকে বিনিয়োগের পাশাপাশি মানবসম্পদ কাজে লাগানোর আহ্বান ‘তারা এখন আমাকে সম্মান করেন’—বেজোস ও জাকারবার্গ সম্পর্কে ট্রাম্প বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক ‘কিং’ শাহরুখের রানি দীপিকা, জমবে কি পুরনো ম্যাজিক মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ
Logo
logo

প্রয়াত ইরফান খানের সিনেমায় কার্তিক আরিয়ান


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৪, ০২:৩৫ পিএম

প্রয়াত ইরফান খানের সিনেমায় কার্তিক আরিয়ান

২০২০ সালে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। অভিনেতার সেই শুন্যস্থান সহজে পূরণ হবার নয়, তা সব সিনেমাপ্রেমীরাই জানে। ইরফান ছিলেন অভিনয়ের এক নিজস্ব স্কুল। মৃত্যুর আগে অনেক অসম্পূর্ণ কাজই রেখে গেছেন ইরফান।

অভিনয় করার কথা ছিল বিশাল ভরদ্বাজের একটি সিনেমাতেও। তবে ইরফান নেই, তাই সেই সিনেমায় প্রয়াত ইরফানের স্থলাভিষিক্ত হতে চলেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান।

 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় আসন্ন এই সিনেমার শুটিং শুরু হবে এ বছরের শেষের দিকে। এবার সিনেমাটির নাম ঘোষণা করলেন নির্মাতারা।

‘অর্জুন উস্তারা’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন গুণী পরিচালক বিশাল ভরদ্বাজ।

 

1
ইরফান খান

বিশাল ভরদ্বাজ পরিচালিত ও কার্তিক আরিয়ান অভিনীত ‘অর্জুন উস্তারা’ বিগ বাজেটের একটি সিনেমা হতে চলেছে। জানা যাচ্ছে, সিনেমাটির জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি রুপি। স্পেন, গ্রীস সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে ‘অর্জুন উস্তারা’র শ্যুটিং হওয়ার কথা রয়েছে।

খুব সম্ভবত চলতি বছরের দীপাবলির সময় থেকে ‘অর্জুন উস্তারা’র শ্যুটিং শুরুর কথা রয়েছে। ২০২৫ সালের শেষে মুক্তি পাবে এটি।

 

একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি স্পেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। উভয় পক্ষই একে অপরের পক্ষে দেওয়া প্রস্তাবে সম্মত হয়েছেন। স্পেন সরকার শুটিং সংক্রান্ত বিষয়ে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

সিনেমাটি তাঁদের দেশের পর্যটন শিল্পের প্রচারেও সাহায্য করবে বলে মনে করছে স্পেন সরকার। 

 

প্রতিবেদন অনুসারে, সিনেমাটিতে প্রয়াত ইরফান খানের অভিনয় করার কথা ছিল। পরিচালক বিশাল ভরদ্বাজ এটা কোভিড পূর্ববর্তী সময়ে তৈরির পরিকল্পনা করেছিলেন। তবে বিভিন্ন সমস্যা, মাঝে কোভিড বছরগুলির কারণে এটি পিছিয়ে যায়। তবে অবশেষে সিনেমার শ্যুটিং আবারও শুরু হতে চলেছে। তবে এবার  কার্তিক আরিয়ানের সঙ্গে। কার্তিকের কথা মাথায় রেখেই সিনেমাটির চরিত্রটিতে বেশকিছু অদলবদল করে নতুনভাবে তৈরি করা হয়েছে।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কার্তিক গত বছর ‘সত্য প্রেম কি কথা’তেও কাজ করেছেন। এর আগে সাজিদের সঙ্গে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায়ও কাজ করেছেন কার্তিক। যদিও তা এখনও মুক্তি পায়নি। তাই ইরফানের বদলে আপাতত কার্তিকের উপরেই ভরসা রাখছেন নির্মাতারা।