যেন হাঁফ ছেড়ে বাঁচলেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ম্যারাথন ব্যাটিং যে শেষ হয়েছে ১৫৯ ওভার পর।
সর্বশেষ কবে এতো ওভার বোলিং করেছেন মনে করতে একটু কষ্টই হওয়ার কথা তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের। শেষ ব্যাটার হিসেবে আসিথা ফার্নান্দো রান আউট স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ।